Sunday, September 20, 2009

My first bengali poem

আহত শিশির

আজ তুম আসবে বলে-
নিল আকাশ নিস্তব্ধ
সেই নিল পাহার চিরে
ছূটচে না প্রান খোলা হাশি
তুম আসবে বলে
আজ মদু আলো ভিজিযে দিযেছে
আমার মনের খোলা বইটী
তুম আসবে বলেই তো
আজ মেঘ শান্ত

তুমি আসবে তো ?
অনেক দিন হলো
এখন আমি
আর আমার আহত নিরবতা
তোমার অপেক্ষায রইলাম্
আমায নিরাশ করো না....

No comments:

Post a Comment